আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান আমানোর মৃত্যু

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান জাপানি কূটনীতিক ইউকিয়া আমানো মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 09:48 AM
Updated : 22 July 2019, 09:49 AM

সোমবার এক বিবৃতিতে আইএইএ এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

দীর্ঘদিন ধরে চলা অসুস্থতার কারণে এ দিনটিতে তিনি আগাম অবসরের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তার আগেই ৭২ বছর বয়সে জীবনাবসান হলো তার।

২০০৯ সালে আইএইএ-র মহাপরিচালকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ইরান ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচীর নিয়ে ব্যাপক কূটনীতিক তৎপরতার পুরো সময়টিতে তিনি জাতিসংঘের সংস্থাটির প্রধান ছিলেন।  

তার মৃত্যুর বিষয়ে নিজেদের বিবৃতিতে আইএইএ বলেছে, “আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দপ্তর গভীর দুঃখের সঙ্গে মহাপরিচালক ইউকিয়া আমানোর মৃত্যু সংবাদ জানাচ্ছে।”

টানা তৃতীয় মেয়াদে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আইএইএ-র মহাপরিচালক পদে থাকার কথা ছিল তার। কিন্তু অসুস্থতাজনিত ভগ্নস্বাস্থ্যের কারণে মার্চেই পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সোমবার তিনি তার নিজের সিদ্ধান্ত ঘোষণার পরিকল্পনা করেছিলেন বলে সংস্থাটির সঙ্গে জড়িত কূটনীতিকরা জানিয়েছেন।

তার শূন্য পদে আইএইএ-র নতুন প্রধান হিসেবে কে আসছেন তা পরিষ্কার হয়নি। যদিও তার পদে কে অভিষিক্ত হবেন তা নিয়ে আলোচনা গত সপ্তাহেই শুরু হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। 

এক দশক আগে মোহাম্মদ এলবারাদের কাছ থেকে আইএইএ-র দায়িত্ব নিয়েছিলেন আমানো।

গত সেপ্টেম্বরে বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার পর থেকে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

আমানোর মৃত্যুতে তাদের ভিয়েনা সদরদপ্তরের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলে আইএইএ জানিয়েছে।