গাধাকে সাজানো হল জেব্রা, সোশাল মিডিয়ায় সমালোচনা

স্পেনের কাদিজে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একজোড়া গাধাকে সাদা-কালো রঙ দিয়ে জেব্রা সাজানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 11:26 AM
Updated : 18 July 2019, 11:26 AM

শনিবার সমুদ্র তীরবর্তী এল পামার শহরে সাফারি থিমের ওই অনুষ্ঠানে গাধাকে জেব্রা সাজানোর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেইলি মেইল।

শহরটির স্থানীয় এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠানের জন্য বানানো বারের বাইরে গাধাদের হেঁটে বেড়ানো দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

তিনি এ ঘটনাকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে পশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

“বিলুপ্তির মুখে থাকা গাধাগুলোকে পর্যটকদের ধোঁকা দিতে ব্যবহার করা হচ্ছে,” ফেইসবুকে পোস্ট করা ভিডিও ও ছবির সঙ্গে এমনটাই বলেন অ্যাঞ্জেল টমাস হেরেরা পেলাজ নামের ওই ব্যবহারকারী।

তার ওই পোস্ট অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

“এটা লজ্জাজনক, দুর্ভাগা প্রাণীগুলো,” অ্যাঞ্জেলের পোস্টে কমেন্ট করা এক ব্যক্তি এমনটাই বলেছেন।

“তাদের কি সত্যিই বিয়ের অনুষ্ঠানে রঙ করা গাধার দরকার পড়েছিল?,” প্রশ্ন আরেক ব্যবহারকারীর। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাধাকে রঙ করে জেব্রা বানানোর ঘটনাটি স্পেনের কৃষি ও বিপণন দপ্তর এবং প্রকৃতি সুরক্ষা বিভাগের চোখে পড়েছে বলে জানিয়েছে আন্দালুসিয়া ইনফরমেশন।  

ঘটনাটি নিয়ে তদন্তও শুরু হয়েছে, বলেছে তারা।

গাধাকে রঙ করে জেব্রা বানানোর এ ঘটনা অবশ্য এবারই প্রথম ঘটেনি। গত বছর মিশরের একটি চিড়িয়াখানাও এমন ঘটনা ঘটিয়ে তুমুল সমালোচনা কুড়িয়েছিল।