ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ৫০০ কোটি ডলারের চুক্তি  ইসরায়েলের

ভারতীয় নৌবাহিনী ও মুম্বাইয়ের এমডিএল শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সম্পূরক সরঞ্জাম সরবরাহে ৫০০ কোটি ডলারের একটি ‘ফলোআপ চুক্তি’ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্র-মালিকানাধীন সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 09:28 AM
Updated : 17 July 2019, 09:31 AM

অ্যারোস্পেসের সরবররাহ করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার নৌ-ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনায় এ চুক্তি হয়েছে বলে বুধবার ইসরায়েলি প্রতিষ্ঠানটির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) শিপইয়ার্ডটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণে ব্যবহৃত হয়।

“ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সরবরাহের পর গ্রাহকের ব্যবহারিক প্রয়োজনের দেখভালের পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে এ চুক্তি একটি ব্রেক থ্রু,” বলেছেন ইসরায়েল অ্যারোস্পেসের ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও  মহাকাশ বিভাগের মহাব্যবস্থাপক বোয়াজ লেভি।