চীনে কানাডার আরেক নাগরিক আটক

কানাডার আরেক নাগরিককে আটক করেছে চীন। কানাডা সরকার একথা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 04:09 PM
Updated : 15 July 2019, 04:09 PM

‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ শনিবার ওই কানাডীয় আটক হওয়ার  খবর নিশ্চিত করে বলে জানায় ডয়চে ভেলে।

চীনের বন্দর নগরী ইয়ানতাই থেকে ওই ব্যক্তিকে আটক করা হলেও তার নাম-পরিচয় জানানো হয়নি।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার বলেছে, বিদেশি ছাত্রদের মাদকে জড়িত থাকার একটি মামলায় এই কানাডীয়কে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

গত বছর ডিসেম্বরে ভ্যাঙ্কুভারে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের শীর্ষ নির্বাহী মেং ওয়ানঝৌয়কে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মেংকে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বর্তমানে তিনি ভ্যাঙ্কুভারে গৃহবন্দি আছেন।

যার জেরে চীন এ বছরের শুরুতে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ এবং কনসালটেন্ট মাইকেল স্পাভরকে গুপ্তচরবৃত্তির মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়।

কানাডা সরকার ওই বিচারকে ‘অন্যায়’ দাবি করে বলেছে, মেংকে গ্রেপ্তারের প্রতিশোধ নিতে তাদের সাজা দেওয়া হয়েছে।

মাদক পাচারের অভিযোগ চীন কানাডার আরো দুই নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কানাডা থেকে মাংস এবং মাংসের তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।