ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প, তীব্রতা ৭.৩

একসপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩।

>>রয়টার্স
Published : 14 July 2019, 02:49 PM
Updated : 14 July 2019, 02:49 PM

রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় মলুকা দ্বীপে এ তীব্র ভূকম্পন হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিন ভূমিকম্পের উত্‍পত্তিস্থল ছিল টার্নেট শহর থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের এলাকায় মাটির ১০ কিলোমিটার গভীরে। মার্কিন জিওলজিকাল সার্ভে একথা জানিয়েছে।

সকাল সোয়া ছয়টার দিকে এ ভূমিকম্পে প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। আতঙ্কে ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ে তারা।

তবে এ ভূমিকম্পে সুনামির আশঙ্কা ছিল না বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের পরপরই আরো প্রায় ৫ দশমিক ৫ মাত্রার অন্তত সাতটি পরাঘাত অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

গত সপ্তাহেই মলুকা প্রদেশে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। 

এর আগে গত বছরই ইন্দোনেশিয়ার সালুওয়েসির পালু দ্বীপে এক ভয়াবহ ভূমিকম্পে সুনামি দেখা দিয়েছিল। এতে নিহত হয়েছিল দু’হাজারের বেশি মানুষ।