নিউ ইয়র্কে বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সাবওয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ও লোকজন লিফটে আটকা পড়েছিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 04:26 AM
Updated : 14 July 2019, 04:43 AM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ বিপর্যয় এক ঘণ্টারও বেশি স্থায়ী হয়েছিল বলে গণমাধ্যমের খবর।

নিউ ইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে, ম্যানহাটনে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার সময় এ ঘটনা ঘটে।

কন এডিসনের ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। ছবি: রয়টার্স

এ সময় নিউ ইয়র্কের পাঁচটি পৌর এলাকার মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ফিফথ অ্যাভিনিউ থেকে হাডসন নদীর মধ্যবর্তী ৪০তম থেকে ৭২তম স্ট্রিট পর্যন্ত এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। নিউ ইয়র্কের নাটক পাড়া ব্রডওয়েও এই এলাকার অন্তর্ভুক্ত।

ওই এলাকার সড়ক বাতি ও ট্র্যাফিক সিগন্যালগুলোও বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বিবিসি। 

প্রায় ৪২ হাজার লোক বিদ্যুৎবিহীন ছিল বলে স্থানীয় বিদ্যুৎ কোম্পানি কন এডিসন জানিয়েছে।

ব্রডওয়ের অনেকগুলো সাটারডে নাইট শো শুরু হতে বিলম্ব হয়। নাটক দেখতে আসা লোকজন হলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ওয়াল্টার কের থিয়েটারের সামনে অপেক্ষমাণ লোকজনকে মিউজিক্যাল ড্রামা হেডসটাউনের কলাকুশলীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, গান গেয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে।

 

কয়েকটি সাবওয়ে ট্রেনে কিছু যাত্রী এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়ে ছিল। এ সময় নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষ (এমটিএ) লোকজনকে ভূগর্ভস্থ ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়।

“আমরা প্রায় ৭৫ মিনিট ধরে আটকা পড়ে ছিলাম। পুরোপুরি অন্ধকার ছিল, লোকজন তাদের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে উপরে উঠে আসে,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ৫৭ বছর বয়সী যাত্রী জেফ ও’ম্যালি।

১৯৭৭ সালেও এই একই দিনে নিউ ইয়র্কে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। তখন ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।