নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩০, নিখোঁজ ১৮

নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে; নিখোঁজ রয়েছে আরো ১৮ জন।

>>রয়টার্স
Published : 13 July 2019, 10:32 AM
Updated : 13 July 2019, 03:24 PM

বৃহস্পতিবার থেকে নেপালের অধিকাংশজুড়ে শুরু হওয়া একটানা বৃষ্টিপাতে আরও বহু লোক আহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

শুধু শনিবার রাতেই ১৫ জন প্রাণ হারিয়েছে ও ১২ জন আহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তারা।

নেপালের পূর্বাংশ দিয়ে বয়ে যাওয়া কোসি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোসি নদীর ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন একটি ব্যারেজের ৫৬টি স্লুইস গেটের মধ্যে ৩০টি খুলে দেওয়া হয়েছে। বন্যা কবলিত গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির আবহাওয়া কর্মকর্তারা।

একটানা প্রবল বৃষ্টির কারণে দেশটির ৭৭টি জেলার মধ্যে ২০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।