পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১৪

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 09:03 AM
Updated : 11 July 2019, 09:23 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদের ওয়ালহার রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ডন নিউজ, বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিক প্রতিবেদনের বরাতে কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী আকবর এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে।

এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু যাত্রী হতাহত হয় ও বগিগুলোতে আটকা পড়ে। 

আকবর এক্সপ্রেস লাহোর থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় যাচ্ছিল বলে রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার জামিল আহমেদ জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ট্রেনটির সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং লাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

উদ্ধার কর্মীদের পাশাপাশি পুলিশ ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করছেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গত মাসে দেশটির হায়দ্রাবাদে যাত্রীবাহী আরেকটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছিল।