শিলাবৃষ্টি: দেড় মিটার বরফের চাদরের নিচে মেক্সিকোর শহর

ব্যাপক শিলাবৃষ্টির পর মেক্সিকোর গুয়াদালাহারা শহরের ছয়টি এলাকা দেড় মিটার বরফের চাদরে ঢাকা পড়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 05:45 AM
Updated : 1 July 2019, 06:37 AM

স্থানীয় সময় রোববার রাজধানী মেক্সিকো সিটির উত্তরের এই শহরটিতে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরপর ওই ছয়টি এলাকা পাঁচ ফুট উঁচু বরফের নিচে চাপ পড়ে। রাস্তায় থাকা গাড়িগুলো প্রায় অর্ধেক পর্যন্ত বরফে ডুবে যায়।

জমে যাওয়া শিলার বরফে গাড়িগুলো অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। ছবি: রয়টার্স

বিবিসি জানিয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহর ও এর আশপাশে বহু গাড়ি পানির স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গাছ পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি ও আকস্মিক বন্যা দেখা দিলেও এসব ঘটনায় কেউ আঘাত পাননি বলে ধারণা করা হচ্ছে।

বিস্মিত স্থানীয়রা জমে থাকা বরফের ওপর হেঁটে দেখছেন। ছবি: রয়টার্স

গত কয়েকদিন ধরে শহরটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি তাপমাত্রা বিরাজ করছিল। এর আগে শহরটিতে শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু সেগুলোর কোনোটিই এবারের মতো ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বরফ সরাতে দমকল ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি: রয়টার্স

রাজ্য গভর্নর এনরিকে আলফারো এ পরিস্থিতিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। 

“জলবায়ু পরিবর্তন বাস্তব কি না এবার নিজেদের জিজ্ঞেস করুন। এ ধরনের প্রাকৃতিক ঘটনা আগে কখনো দেখা যায়নি,” বলেছেন তিনি।

বরফ সরাতে কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

প্রায় অর্ধকোটি বাসিন্দার শহরটির ওই এলাকাগুলোর রাস্তা থেকে বরফ সরাতে দমকল ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। ছবি: রয়টার্স