রুশ উড়োজাহাজের জরুরি অবতরণ, দুর্ঘটনায় নিহত ২

রাশিয়ায় সাইবেরিয়ার একটি বিমানবন্দরে এন্টোনভ এন-২৪ যাত্রীবাহী উড়োজাহাজ জরুরি অবতরণের পর দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 27 June 2019, 11:59 AM
Updated : 27 June 2019, 11:59 AM

উড়োজাহাজটিতে ৪৮ জন যাত্রী এবং পাঁচ ক্রু ছিল। বৃহস্পতিবার উড়োজাহাজটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি ছোট্ট ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

উড়োজাহাজটি সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের রাজধানী উলান-উদে থেকে উড্ডয়ন করে নিজনেগ্রাস্ক-এ যাচ্ছিল। কিন্তু একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমানের জানালা থেকে এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়েতে নেমে আসার পর ছিটকে গিয়ে মাঠে পড়ে থেমে যায়। এ সময় যাত্রীদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় পাইলট এবং এক টেকনিশিয়ান মারা গেছেন। তবে আগুনে বিমানটি ভষ্মীভূত হওয়ার আগেই সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।