কানাডা-চীনের কূটনৈতিক বিরোধে নতুন উত্তেজনা

মোটাতাজা করণে নিষিদ্ধ ওষুধ ব্যবহারের অভিযোগ তুলে কানাডা থেকে শূকর আমদানি বাতিল করেছে চীন। যা দুই দেশের চলমান কূটনৈতিক বিরোধে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 03:50 PM
Updated : 26 June 2019, 03:50 PM

বিবিসি জানায়, সম্প্রতি কানাডা থেকে আমদানি করা শূকরের মাংসে নিষিদ্ধ পুষ্টি উপাদান খুঁজে পাওয়ার দাবি করেছে চীন।

শূকরের মাংসের ওই চালানের সঙ্গে থাকা ১৮৮টির বেশি হেল্থ সার্টিফিকেট ভুয়া ছিল বলেও তদন্তে বেরিয়ে আসে।

এ ঘটনার পর চীন এশিয়ার দেশগুলোতে খাবার বিক্রির আগে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কানাডার প্রতি ‘কার্যকর ব্যবস্থা ‘ গ্রহণের আহ্বান জানিয়েছে।

রাজধানী অটোয়ায় চীনের দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, “চীনা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে চীন সরকার জরুরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। একইসঙ্গে কানাডা সরকারকে ২৫ জুন থেকে চীনে মাংস রপ্তানির জন্য সার্টিফিকেট প্রদান বন্ধ রাখার অনুরোধ করছে।”

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে'র অর্থ বিষয়ক প্রধান নির্বাহী মেং কে গ্রেপ্তার করা নিয়ে চীন ও কানাডার তীব্র কূটনৈতিক বিরোধের মধ্যে নতুন করে এ উত্তেজনা দেখা দিল।