ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না: পররাষ্ট্রমন্ত্রী

ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ।

>>রয়টার্স
Published : 25 June 2019, 01:50 PM
Updated : 25 June 2019, 01:50 PM

মঙ্গলবার তিনি একথা বলেন বলে জানিয়েছে ইরানের আইআরআইবি বার্তা সংস্থা।

জারিফ তার বক্তব্যে অতীতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ট্রাম্প ১৫০ জন মানুষ মারা যাওয়ার কথা চিন্তা করে ইরানে সামরিক অভিযান চালানো থেকে পিছু হটেছেন।

প্রশ্ন করে তিনি বলেন, “আপনারা কি সত্যিই ১৫০ জন মানুষ নিয়ে চিন্তিত? অথচ কতগুলো মানুষকে আপনারা পারমাণবিক অস্ত্র দিয়ে হত্যা করেছেন? কতগুলো প্রজন্মকে এ অস্ত্র দিয়ে আপনারা ধ্বংস করে দিয়েছেন।”

“আর আমরা আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গির কারণে কখনোই পারমাণবিক অস্ত্র অন্বেষণ করব না,” বলেন জারিফ।

তেহরানের ওপর চাপ প্রয়োগের কথা বলে গত বছর এককভাবে ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে করা চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে।

সম্প্রতি পারস্য উপসাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরান গত বৃহস্পতিবার একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে।

এর জেরেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। তবে নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে তা বাতিলের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।