সিঙ্গাপুরে ড্রোন উড়ায় বিমান চলাচল ব্যাহত

অনুমোদনবিহীন ড্রোন উড়ার কারণে সিঙ্গাপুরের ব্যস্ততম চাঙ্গি বিমানবন্দরে এক সপ্তাহে দ্বিতীয়বারের মত ফ্লাইট উঠা-নামায় বিঘ্ন ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 01:19 PM
Updated : 25 June 2019, 01:19 PM

দেশটির সিভিল এভিয়েশন অথোরিটি (সিএএএস) জানায়, মঙ্গলবার অননুমোদিত ড্রোন এবং খারাপ আবহাওয়ার কারণে ১৫টি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং তিনটি ফ্লাইট অবতরণে দেরি হয়েছে। এছাড়া, সাতটি ফ্লাইট চাঙ্গিতে অবতরণ করতে না পেয়ে ফিরে গেছে।

গত বুধবার অবৈধ ড্রোন উড়ার কারণে চাঙ্গি বিমানবন্দরের একটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কারণে বেশ কয়েটি ফ্লাইট বিলম্বিত হয়।

কে বা কারা বিমানবন্দরে অনুমোদনহীন ভাবে ড্রোন উড়াচ্ছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানায় সিএএএস।

এ ঘটনায় দায়ী ব্যক্তিদের ২০ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা বা এক বছরের কারাদণ্ড হতে পারে।

অননুমোদিত ড্রোন উড়াউড়ি বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে গত ডিসেম্বরে অবৈধ ড্রোনের কারণে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর তিন দিনে প্রায় ৩৩ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। যার ফলে প্রায় এক হাজার ফ্লাইট বাতিল বা বিলম্ব হয়েছিল, ভোগান্তিতে পড়েছিল দেড় লাখ যাত্রী।

ওই ঘটনার পর লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ অ্যান্টি-ড্রোন প্রযুক্তির জন্য লাখ লাখ পাউন্ড খরচ করছে।