‘তীব্র গরমে’ যুক্তরাষ্ট্রের সীমান্তে ৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এক নারী ও তিনটি শিশুসহ সাত অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়া গেছে বলে টেক্সাসের কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 08:52 AM
Updated : 25 June 2019, 08:54 AM

তীব্র গরমে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার দক্ষিণ টেক্সাসের রিও গ্রান্ডে এলাকার এক সীমান্ত চৌকির কাছে এক নারী ও তিন শিশুর লাশ পাওয়া যায়। কয়েক দিন আগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।

ম্যাক্যালেনের ২৯ কিলোমিটার পূর্বের একটি এলাকায় তারা তীব্র গরমে ও ডায়রিয়ায় ভুগে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর পশ্চিমে ডেল রিও এলাকার মার্কিন বর্ডার প্যাট্রল এজেন্টরা অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে ১৯ ও ২০ জুন কারিজো স্প্রিংসের কাছে পশুখামার এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেন, তাদের হারিয়ে যাওয়া অভিবাসন প্রত্যাশী মনে করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

২০ জুন নরমান্ডির কাছে রিও গ্রান্ডে নদীর পাড়ে আরেক ব্যক্তির গলিত লাশ পাওয়া যায়।

বছরের এই সময়ে তীব্র তাপমাত্রা প্রাণঘাতী হতে পারে বলে জানিয়েছেন ডেল রিওর সেক্টর চিফ প্যাট্রল এজেন্ট রাউল ওটিজ।

২০০৬ সালের পর চলতি বছরের মে মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সর্বোচ্চ সংখ্যাক নথিপত্রহীন অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তার করা হয়। ধরা পড়া এসব অভিবাসন প্রত্যাশীর ৬০ শতাংশই শিশু অথবা নারী, তাদের অনেকেই যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছে।