ইথিওপিয়ায় অভ্যুত্থান প্রচেষ্টার হোতা নিহত

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 02:58 PM
Updated : 24 June 2019, 03:01 PM

তিনি আমহারা অঞ্চলের নিরাপত্তা প্রধান ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল আসামনিউ সিগেকে আমহারার রাজধানী বাহির দারের উপকণ্ঠে হত্যা করা হয়।

একদিন আগেই ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে উত্তরাঞ্চলীয় আমহারায় এক অভ্যুত্থান প্রচেষ্টাকালে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেন ও আরও অন্তত তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল।

তখন বলা হয়েছিল, সেনাবাহিনীর এক জেনারেলের নেতৃত্বে ওই অভ্যুত্থান চেষ্টা হয়েছিল।

শনিবারের ওই ব্যর্থ অভ্যুত্থানে আমহারা রাজ্য সরকারের প্রধান আম্বাকিউ মেকননেন ও তার উপদেষ্টাও নিহত হন। তারা সবাই প্রধনমন্ত্রী আবি আহমেদের ঘনিষ্ঠজন ছিলেন।

ব্যর্থ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী আহমেদ জনগণকে দেশে বিভেদ সৃষ্টির চেষ্টা করা ‘শয়তানি’ শক্তির বিরুদ্ধে একজোট থাকার আহ্বান জানিয়েছেন।

নিহত সেনাপ্রধানসহ অন্যান্য সেনাকর্মকর্তাদের বিশ্বস্ততার প্রতি সম্মান জানাতে সরকারের পক্ষ থেকে সোমবার একদিনের রাষ্ট্রী শোক ঘোষণা করা হয়।

এ ঘটনার পর প্রাদেশিক রাজধানী বাহির দার এবং কেন্দ্রীয় রাজধানী আদ্দিস আবাবায় ভারি অস্ত্রশস্ত্রসহ সরকারপন্থি সেনা মোতায়েন করা হয়েছে।

দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিনা ব্যাখ্যায় বন্ধ রাখা বিদ্যুৎ সেবা পুনরায় চালু করা হয়েছে।