‘সরকার পতনের চক্রান্তের’ অভিযোগে ভিয়েতনামে মার্কিনির জেল

ভিয়েতনামের একটি আদালত ‘সরকার পতনের ষড়যন্ত্র’ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 01:20 PM
Updated : 24 June 2019, 01:31 PM

মার্কিন নাগরিক মাইকেল ফুয়ং মিন গুয়েন (৫৫)  ভিয়েতনামে বিক্ষোভ উস্কে দিতে চাওয়ার কথা স্বীকার করেছেন বলে বিবিসি’কে জানিয়েছেন তার আইনজীবী।

তবে তিনি রাজধানী হ্যানয় এবং হো চি মিন নগরীতে সরকারি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা পরিকল্পনার গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন।

বিবিসি জানায়,  মিন গুয়েনকে গতবছর গ্রেপ্তার করা হয়। কারাভোগ শেষে তাকে যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণ করা হবে।

একই অপরাধে ভিয়েনামের তিন নাগরিককে নানা মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত কয়েক বছরে ভিয়েতনামে বেশ কিছু অর্থনৈতিক সংস্কার হলেও এখনো দেশটির কমিউনিস্ট সরকারের কোনো ধরনের সমালোচনা সহ্য করা হয় না।

আদালতে কী হয়েছে?

সোমবার মাত্রা আধা দিনের শুনানি শেষে মিন গুয়েন এবং বাকি তিন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করা হয়।

মিন গুয়েনের আইনজীবী একে ‘গুরুদণ্ড’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, তার মক্কেলের বিরুদ্ধে পেট্রোল বোমা দিয়ে সরকারি কার্যালয়ে হামলা পরিকল্পনার কোনো প্রমাণ নেই।

মিন গুয়েন এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা না জানা যায়নি।

মাইকেল ফুয়ং মিন গুয়েন কে?

ভিয়েতনামে জন্ম নেওয়া মিন গুয়েন শিশু বয়স থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন।

চার সন্তানের জনক মিন গুয়েন ব্যক্তিগত কাজে ভিয়েতনাম ভ্রমণে এলে ২০১৮ সালের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের পরপরই যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থা থেকে তার মুক্তির জন্য আদালতে পিটিশন দায়ের করা হয়েছিল।