রাজস্থানে ঝড়ে প্যান্ডেল ভেঙে নিহত ১৪

ভারতের রাজস্থানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে প্যান্ডেল ভেঙে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশত মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 04:14 PM
Updated : 23 June 2019, 04:16 PM

রাজস্থানের বারমির জেলার জাসল গ্রামে রানি ভাটিয়ানি মন্দিরের কাছে একটি স্কুল মাঠে রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

সেখানে ‘রাম কথা’ পাঠ হচ্ছিল। অনুষ্ঠান চলাকালেই হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে।

স্থানীয় সংবাদমাধ্যমে অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ঝড় হওয়া শুরু হলে যিনি ‘রাম কথা’ পাঠ করছিলেন তাকে পাঠ থামিয়ে দিয়ে লোকজনকে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যেতে বলতে শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যান্ডেল ভেঙে পড়ার পর বেশ কয়েকজন তার নিচে চাপা পড়েন। “সম্ভবত সেখানে তারা বিদ্যুৎতাড়িত হয়ে মারা গেছেন।”

দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ এবং আহত প্রত্যেককে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

রানি ভাটিয়ানি মন্দির কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। শনিবার শুরু হওয়া এই অনুষ্ঠান ৩০ জুন পর্যন্ত চলার কথা ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন।

তিনি বলেন, “রাজস্থানের বারমিরে প্যান্ডেল ধসের ঘটনা দুর্ভাগ্যজনক। আমি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা ‍জানাচ্ছি, আশা করছি আহতরা দ্রুত ‍সুস্থ হয়ে উঠবেন।”