কম্বোডিয়ায় ভবনধস: নিহতের সংখ্যা বেড়ে ১৮

কম্বোডিয়ার নির্মাণাধীন  সাত তলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮তে পৌঁছেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 10:28 AM
Updated : 23 June 2019, 10:28 AM

শনিবার ভোররাতে দেশটির উপকূলীয় শহর সাইহানুকভিলে স্টিল ও কংক্রিটের সাত তলা কাঠামোটি ধসে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ধসে পড়া বিপুল পরিমাণ লোহালক্কড় ও ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কম্বোডিয়ার রাজধানী নম পেনের পশ্চিমের সাইহানুকভিলের ওই ভবনটি একটি চীনা প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছিল।

ভবনটি ধসে পড়ার পর প্রাথমিকভাবে কর্তৃপক্ষ দুই নির্মাণ শ্রমিক ও একজন অনুবাদকের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। এছাড়া আরও অন্তত ২৪ জন আহত এবং আরও কয়েকজন শ্রমিক ধসে পড়া ভবনটির ভিতরে আটকা পড়ে আছেন বলে প্রিয়া সাইহানুক প্রদেশের মুখপাত্রের দপ্তর জানিয়েছিল।  

 “ইস্পাতের ওই স্থাপনাটি নিজের ওপরই ধসে পড়ে, আমরা এখনো এটিকে সরানোর সাহস করতে পারিনি। আমরা এখন কেবল অপেক্ষা করছি, জীবনের কোনো সঙ্কেত পাওয়া যায় কি না, তা শোনার চেষ্টা করছি। ভবনটি আরও ধসে পড়তে পারে এমন শঙ্কা করছি আমরা, ইস্পাত সরাতে আমরা রাতভর কাজ করবো,” শনিবার রয়টার্সকে এমনটাই বলেছিলেন মুখপাত্র ওর সারৌন।

প্রিয়া সাইহানুকের প্রাদেশিক দপ্তর রোববার এক বিবৃতিতে ঘটনাস্থল থেকে ৪০ শতাংশের মতো ধ্বংসস্তূপ সরানো হয়েছে বলে জানিয়েছে।

ভবনধসের ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে পুলিশ তিন নির্মাণ তত্ত্বাবধায়কসহ চারজনকে আটক করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

ভবন ধসের ঘটনায় এখনো কতজন নিখোঁজ তা নিশ্চিত হওয়া যায়নি।

একসময়ের জেলে গ্রাম সাইহানুকভিল ২০০০ সালের পর থেকে পশ্চিমা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। গত তিন বছরে শহরটির আমূল পরিবর্তন ঘটেছে। ছুটি কাটাতে আসা চীনা পর্যটকদের কথা বিবেচনা করে এখানে কয়েক ডজন ক্যাসিনোও গড়ে উঠেছে।