ভারতে ‘তিমির বমি’ বেচতে গিয়ে গ্রেপ্তার ১

এক কেজি ৩০০ গ্রাম ‘তিমির বমি’ বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মুম্বাইয়ের ৫৩ বছর বয়সী এক বাসিন্দা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 06:42 AM
Updated : 19 June 2019, 06:42 AM

রাহুল দুপারে নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে শনিবার বিদ্যাবিহার এলাকার উপকণ্ঠ কামা লেনে ফাঁদ পাতে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। 

“আমরা তার কাছ থেকে এক দশমিক তিন কেজি অ্যাম্বারগ্রিস জব্দ করেছি, যার বাজারমূল্য এক কোটি ৭০ লাখ রুপির বেশি। এটি নিষিদ্ধ বস্তু। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে আমরা একটি মামলাও করেছি; দুপারেকে গ্রেপ্তার করা হয়েছে,” মঙ্গলবার এমনটিই জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

স্পার্ম প্রজাতির তিমির অন্ত্র থেকে বের হওয়া মোমজাতীয় পদার্থকে অ্যাম্বারগ্রিস বলা হয়; সুগন্ধি বানাতে ব্যবহৃত এ পদার্থ সাধারণত সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

অ্যাম্বারগ্রিস ‘তিমির বমি’ নামেই বেশি পরিচিত।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিপন্নপ্রায় স্পার্ম তিমির সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অ্যাম্বারগ্রিস সাধারণত অ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথারসহ ‍নির্দিষ্ট কিছু উদ্বায়ী পদার্থ ও তেলে দ্রবীভূত হয়।