ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধে যাবে না: রুহানি

ইরান কোনো দেশের সঙ্গেই যুদ্ধে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 04:04 PM
Updated : 18 June 2019, 04:13 PM

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর রুহানি সংযত থাকার সুরে রাষ্ট্রীয় টিভিতে এ মন্তব্য করলেন।

ওমান উপসাগরে দুটি তেলের ট্যাংকারে হামলার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা বেড়েছে। যুক্তরাষ্ট্র ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

এ উত্তেজনার মধ্যেই সোমবার রাতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরও ১০০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইরানি বাহিনী ‘শত্রুতামূলক আচরণ’ করছে অভিযোগ করে এর প্রতিক্রিয়ায় এসব সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান।

এরপরই মঙ্গলবার টিভিতে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন,“ইরান কোনো দেশের সঙ্গেই যুদ্ধে যাবে না। আমাদের মোকাবেলা করতে নেমেছে একদল স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিবিদ।”

“এ অঞ্চলে আমেরিকানরা যত চেষ্টাই চালাক আর বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করা কিংবা তাদেরকে একঘরে করার যতই ইচ্ছা পোষণ করুক,তারা সফল হবে না,” বলেন রুহানি।