গুলেনপন্থি ১২৮ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ তুরস্কের

তুরস্কের সামরিক বাহিনীর ১২৮ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে তুরস্ক সরকার। এ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সম্পর্ক আছে সন্দেহে এ নির্দেশ দেওয়া হয়েছে।

>>রয়টার্স
Published : 18 June 2019, 03:11 PM
Updated : 18 June 2019, 03:11 PM

২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় গুলেনই কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ করেছে আঙ্কারা। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার জানিয়েছে,পশ্চিমের উপকূলীয় প্রদেশ ইজমিরে অর্ধেকের বেশি সেনা সদস্যকে খুঁজছে পুলিশ।বাকিদের সন্ধান চলছে আরো ৩০টি প্রদেশে।তারা গুলেনের সমর্থক বলে সন্দেহ করা হচ্ছে।এরাই তিন বছর আগে চালানো অভ্যুত্থান প্রচেষ্টার হোতা বলে অভিযোগ আঙ্কারার।

ওই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে তুরস্কের চালানো দমনপীড়নে সরকার এবং সেনাবাহিনীর প্রায় দেড় লাখ মানুষের চাকরি চলে যাওয়ার পাশাপাশি কারাবন্দি হয়ে বিচারের মুখে আছে ৭৭ হাজারেরও বেশি মানুষ।

বিভিন্ন মানবাধিকার সংস্থা এমনকি তুরস্কের পশ্চিমা মিত্র দেশগুলোও তুর্কি সরকারের এ দমনপীড়নের সমালোচনা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অভ্যুত্থান প্রচেষ্টার ওই ঘটনার অজুহাতে ভিন্নমতাবলম্বীদের নির্মূল করার অভিযান চালাচ্ছেন বলে তারা অভিযোগ করেছে।