চেন্নাইয়ে তীব্র পানি সংকট

চারটি প্রধান জলাধারের সবগুলো শুকিয়ে যাওয়ায় দক্ষিণ ভারতের বৃহৎ নগরী চেন্নাইয়ে নিদারুণ পানি সংকট দেখা দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 02:46 PM
Updated : 18 June 2019, 02:46 PM

পনির অভাব এত তীব্র আকার ধারণ করেছে যে প্রশাসন নতুন করে কুয়া খননের মত জরুরি ব্যবস্থা গ্রহণে বাধ্য হচ্ছে বলে জানায় বিবিসি।

সরকারি ভাবে দেওয়া পানির ট্যাঙ্ক থেকে পানি সংগ্রহ করতে নগরীর বাসিন্দাদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পানির অভাবে অনেক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

একমাত্র বৃষ্টিই পারে চেন্নাইকে এ অবস্থা থেকে বাঁচাতে।

গত কয়েক সপ্তাহ ধরে তীব্র পানি সংকটের কারণে স্টেশনগুলোতে চেন্নাই মেট্রো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখছে। বিভিন্ন অফিস আদালত থেকে কর্মীদের বাড়িতে বসে প্রয়োজনীয় কাজ সারতে বলা হচ্ছে।

“কিন্তু বাড়িতেও পানি নেই, তাই আমরা কী করতে পারি?”, বলেন একটি আইটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক।

পানি নিয়ে কাড়াকাড়ির কারণে বিশৃঙ্খলাও দেখা দিচ্ছে।

পুলিশ জানায়, পানি সংগ্রহ নিয়ে বিরোধের জেরে গত সপ্তাহে এক ব্যক্তি তার প্রতিবেশীকে ছুরি মেরে বসেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পানির রিজার্ভারগুলো ‍শুকিয়ে যাওয়ায় বাসিন্দাদের একমাত্র ভরসা চেন্নাই পানি অধিদপ্তর থেকে ট্যাঙ্কে করে বিলি করা পানি। প্রতিবেশী অন্যান্য এলাকা থেকে ওই পানি আনা হয়।

পানি অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “সর্বনাশের কেবল শুরু। যদি এ বছরও বৃষ্টি না হয় তবে আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব।”