সতর্কতার পরও কাশ্মীরে জঙ্গি হামলা, সেনা আহত

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে জঙ্গি হামলায় অন্তত ৯ জওয়ান আহত হয়েছে। পাকিস্তান আগেই পুলওয়ামায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে ভারতকে সতর্ক করেছিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 04:39 PM
Updated : 17 June 2019, 04:52 PM

একদিন আগেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনকে সম্ভাব্য হামলার বিষয়ে পাকিস্তান ওই সতর্কবার্তা দেয়। তারা একই তথ্য যুক্তরাষ্ট্রকে দিলে তার ভিত্তিতে ওয়াশিংটন থেকেও ভারতকে হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের ওই সতর্কবার্তা পাওয়া পর ভারত সরকার জম্মু ও কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করে বলে রোববার জানিয়েছিল ইন্ডিয়া টুডে।

কিন্তু তাতেও বিপদ পুরোপুরি এড়ানো গেল না। এনডিটিভি জানায়, সোমবার পুলওয়ামার আরিহল গ্রামের কাছে ‘৪৪ রাষ্ট্রীয় রাইফেলস’র একটি সমরযান লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

বিস্ফোরণের ধাক্কায় সমরযানটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই সেখানে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়।

যদিও এক বিবৃতিতে সেনাবাহিনী একে জঙ্গিদের ‘ব্যর্থ হামলা’ বলে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপদ আছেন। কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।

“পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে।”

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ জওয়ান নিহত হন।

এর মাত্র চার মাস পর সেখানে আবারও ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা হল।