তুরস্ক উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ৮ জনের মৃত্যু

তুরস্কের পশ্চিম উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 10:23 AM
Updated : 17 June 2019, 10:28 AM

সোমবার তুরস্কের মুগলা প্রদেশের বোদরুম জেলার উপকূলে নৌকাটি ডুবে যায়, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

নৌকাটিতে মোট ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিল। ঘটনার পরপরই দুটি জাহাজ, ডুবুরিদের একটি দল ও একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে তুরস্কের কোস্টগার্ড। ডুবে যাওয়া নৌকাটির ৩১ জন যাত্রীকে উদ্ধার করার পর আরও আট জনের মৃতদেহ উদ্ধার করে তারা। 

এর আগে এক বিবৃতিতে নয় জন নিখোঁজ থাকার কথা জানিয়ে তাদের খুঁজে বের করে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছিল কোস্টগার্ড।

২০১৫ সালে থেকে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যাওয়ার প্রধান রুটে পরিণত হয়েছিল তুরস্ক। প্রধানত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধ ও দারিদ্রের কারণে পালিয়ে আসা লোকজনই ইউরোপের পথ ধরেছিল। কিন্তু ২০১৬ সালে তুরস্ক ও ইইউয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার পর থেকে এ পথে অভিবাসন প্রত্যাশীদের ঢলে ছেদ পড়ে।