রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগ স্বীকার নেতানিয়াহুর স্ত্রীর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা রাষ্ট্রীয় তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগ স্বীকার করেছেন। তাকে জরিমানা দিতে হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 02:48 PM
Updated : 16 June 2019, 02:50 PM

এ বিষয়ে আদালতের সঙ্গে তার একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

চুক্তি অনুযায়ী, সারা রাষ্ট্রকে ১২ হাজার ৪৯০ মার্কিন ডলার পরিশোধ করবেন এবং দুই হাজার ৭৭৭ মার্কিন ডলার জরিমানা দেবেন।

প্রসিকিউটর ইরেজ প্যাডান বলেন, “ভারসাম্যপূর্ণ এবং সঠিক চুক্তির জন্য আদালত বেশ কিছু ছাড় দিয়েছে।

“সমঝোতা চুক্তির ফলে আদালতকে আর ৮০ সাক্ষীকে সাক্ষ্য দিতে ডাকতে হবে না।”

অপরাধ এবং শাস্তি হিসেবে কতটা জরিমানা করা হবে তার সামঞ্জস্য করা কঠিন বলে স্বীকার করে তিনি আরো বলেন, “আদালত এ বিষয়ে সচেতন। কিন্তু আইন অনুযায়ী পূর্ণ সামঞ্জস্য অবশ্যকও নয়।”

সারার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ভবনে রান্নার লোক নেই বলে মিথ্যা দাবি করে বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার কিনে ৯৯ হাজার ৩০০ মার্কিন ডলার খরচ করার অভিযোগ রয়েছে।

গত বছর সারার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করার এই অভিযোগ উঠে।

তার আইনজীবীর দাবি, তার মক্কেল সারা এই অভিযোগের লক্ষ্য নয়। বরং তার স্বামী নেতানিয়াহুর ক্ষতি করতেই এই মামলা করা হয়েছে।

যদিও সারার অতীত অপরাধের রেকর্ড আছে বলে জানায় জেরুজালেম পোস্ট।

২০১৬ সালে সাবেক এক গৃহকর্মীকে নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত সারাকে ৪৭ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছিল।