ফের পুলওয়ামার মতো হামলার ছক, কাশ্মীরে সতর্কতা

ভারত শাসিত কাশ্মীরে ফের পুলওয়ামার মতোই জঙ্গি হামলা হতে পারে বলে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। এবার জঙ্গিরা হামলা করতে পারে পুলওয়ামারই অবন্তীপোরা শহরে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 02:29 PM
Updated : 16 June 2019, 03:28 PM

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান এ সতর্কবার্তা দেওয়ার পর জম্মু ও কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রোববার ইন্ডিয়া টুডে এ খবর জানায়।

সতর্কবার্তায় বলা হয়েছে, জঙ্গিরা অবন্তীপোরায় গাড়িতে আইইডি বিস্ফোরক নিয়ে হামলা চালাতে পারে। রাজ্য পুলিশ মহাসড়কগুলো কড়া পাহারায় রেখেছে। চলচে ব্যাপক তল্লাশি।

কিরগিজস্তানের বিশেকেকে এসসিও শীর্ষ সম্মেলনের আগে ভারত এবং যুক্তরাষ্ট্রকে এমন গোয়েন্দা তথ্য দিয়েছে ইসলামাবাদ।

প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ জঙ্গি জাকির মুসার মৃত্যুর বদলা নিতেই পুলওয়ামায় হামলার ছক কষেছে জঙ্গিরা। ২৪ মে ত্রালে  নিহত হন জঙ্গি নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ জাকির মুসা।

ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে সম্ভাব্য হামলার বিষয়ে পাকিস্তান ওই সতর্কবার্তা দেয় এবং একই তথ্য যুক্তরাষ্ট্রকেও দিয়েছে। যুক্তরাষ্ট্রও আবার এ তথ্য ভারতকে জানিয়েছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ জওয়ান নিহত হন। এর চার মাসের মাথায় ফের নতুন হামলার সতর্কবার্তা দিল পাকিস্তান।