ওসাকায় পুলিশকে ছুরি মেরে পিস্তল ছিনতাই, আতংক

জাপানে যে শহরে জি২০ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেই ওসাকায় এক পুলিশকে ছুরিকাঘাত করে পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 08:57 AM
Updated : 16 June 2019, 08:57 AM

রোববার ভোর সাড়ে ৫ টার দিকে ওসাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সুয়েতা সিটির সেনরিয়ামা পুলিশ বক্সে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই বক্সে দায়িত্বরত তিন পুলিশ সদস্যের মধ্যে মধ্যে দুই জন পৃথক দুটি ঘটনায় সাড়া দিতে বাইরে গেলে এক যুবক এসে অপর পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। পরে ওই পুলিশ সদস্যের কাছে থাকা পাঁচ রাউণ্ড গুলি ভরা একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী যুবক।

অচেতন অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সঙ্কটজনক।

চলতি মাসের ২৮ ও ২৯ তারিখে এই শহরেই জি-২০ সম্মেলন হওয়ার কথা রয়েঠে। ওই সম্মেলনের প্রস্তুতি নিতে পুলিশ যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ঠিক তখনি এ ঘটনা ঘটলো।

৫ ফুট ৭ ইঞ্চি লম্বা ৩০ বছর বয়সী ওই যুবক সম্ভবত কোথাও ডাকাতি কিংবা কাউকে হত্যার উদ্দেশ্যে ওই পিস্তল ছিনতাই করতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রোববার সাপ্তাহিক ছুটির দিনে এমন ঘটনায় রাস্তায় মানুষের আনাগোনা কমে গেছে। বিশেষ কোন প্রয়োজন ছাড়া বাইরে যেতে শহরের বাসিন্দাদের নিষেধ করেছে পুলিশ।

এ ঘটনায় পুরো ওসাকা শহরজুড়ে আতংক বিরাজ করছে।

গত মাসে জাপানের রাজধানী টোকিওতে এক যুবক ছুরিকাঘাত করে ২ জনকে হত্যার পাশাপাশি আরো ২০ জনকে আহত করেছিল।