ফের উত্তপ্ত কাশ্মীর, অনন্তনাগে হামলায় নিহত ৫ জওয়ান

আবার অশান্ত জম্মু ও কাশ্মীর। এবার অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের  (সিআরপিএফ) ৫ জওয়ান। আহত হয়েছেন আরো ৫ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 05:27 PM
Updated : 12 June 2019, 05:27 PM

এবছর কাশ্মীরে পুলওয়ামায় হামলার পর বুধবার জম্মু-কাশ্মীরে এ সন্ত্রাসী হামলা হল। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন আল-উমর মুজাহিদিন।

কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সিআরপিএফ দলটির ওপর গুলি ও গ্রেনেড হামলা চালায় ২ সন্ত্রাসী। পরে নিরাপত্তারক্ষীদের পালটা গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়।

আনন্দবাজার পত্রিকা জানায়, বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ব্যস্ত কেপি চকের কাছে বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। সে সময় মোটরসাইকেলে চড়ে কালো কাপড়ে মুখ ঢেকে সেখানে আসে দুই জঙ্গি। জওয়ানদের লক্ষ্য করে তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ছোড়া হয় গ্রেনেডও।

এতে পাঁচ জন জওয়ান নিহত এবং আরো পাঁচ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গুলি বিনিময় চলছে । এলাকায় আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তাও দেখা হচ্ছে।