আইএসে যোগ দেওয়ায় ইরাকে তিন ফরাসির মৃত্যুদণ্ড

ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ইরাকের আদালত তিন ফরাসিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তিনজনের হাতে ৩০ দিন সময় আছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 05:47 PM
Updated : 26 May 2019, 05:47 PM

এই তিন ফরাসি নাগরিক সিরিয়ায় মার্কিন বাহিনী সমর্থিত বাহিনীর হাতে ধরা পড়েছিল। ফেব্রুয়ারিতে তাদেরকে বিচারের জন্য ইরাকে পাঠানো হয়। ফ্রান্স থেকে এই প্রথম তিনজন সন্দেহভাজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল।

বাগদাদের আদালতের এ রায় নিয়ে ফ্রান্স এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ফেব্রুয়ারিতে এ বিষয়টি নিয়ে চাপ দেওয়া হলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বলেন, এটি ইরানের সার্বভৌম ব্যাপার।

তবে মানবাধিকার গোষ্ঠীগুলো ইরাকে সন্দেহভাজন আইএস যোদ্ধাদের বিচারের তীব্র সমালোচনা করেছে। আদালতগুলো পরোক্ষ প্রমাণ কিংবা চাপ দিয়ে আদায় করা স্বীকারোক্তির ওপর নির্ভর করে।