অন্ধ্রপ্রদেশে বিজেপি, কংগ্রেসের চেয়ে ‘না’ ভোট বেশি

বিজেপি জিতবে না কংগ্রেস;  ভারতের জাতীয় নির্বাচন ঘিরে এতদিন এটাই মূল আলোচ্য বিষয় থাকলেও অন্ধ্রপ্রদেশের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রায় সবাই জানত সেখানে কোনো দলই জিতবে না। তাই বলে দল দুটির ঝুলিতে এত কম ভোট!

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 10:44 AM
Updated : 25 May 2019, 10:44 AM

টাইমস অব ইন্ডিয়া জানায়, বিজেপি ও কংগ্রেস যে ভোট পেয়েছে তার চেয়ে সেখানে ‘না’ ভোট বেশি পড়েছে। 

শুধু লোকসভা নয় বরং কিছুদিন আগে হওয়া বিধানসভা নির্বাচনেও দুই জাতীয় দল বিজেপি ও কংগ্রেসের তুলনায় ‘না’ এর পক্ষে বেশি ভোট পড়েছে।

লোকসভা নির্বাচনে যেখানে দেশজুড়ে বিজেপির গণজোয়ার দেখা গেছে সেখানে অন্ধ্রপ্রদেশে দলটি পেয়েছে মাত্র ০.৯৬ শতাংশ ভোট, কংগ্রেস সামান্য বেশি, ১.২৯ শতাংশ।  আর ‘উপরের কোনো দলই নয়’ এ ১.৫ শতাংশ ভোট পড়েছে।

১৭৫ আসনের বিধান সভা নির্বাচনের সময়ও একই চিত্র ছিল।

সেবার বিজেপি ০.৮৪ শতাংশ, কংগ্রেস ১.১৭ শতাংশ এবং ‘উপরের কোনো দলই নয়’ এ ১.২৮ শতাংশ ভোট পড়েছে।

ফলে উভয় নির্বাচনে উভয় দলের সব প্রার্থীরা জামানত হারিয়েছেন।