লোকসভা ভোটের ফলের আগেই বিজেপি’র ভোজ

ভারতের জাতীয় নির্বাচনের ফল প্রকাশের দুইদিন আগে এনডিএ জোটের শরিক নেতাদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে নৈশভোজের আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি অমিত শাহ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 06:26 PM
Updated : 21 May 2019, 06:39 PM

দিল্লির অশোক হোটেলে আয়োজিত ওই নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যোগ দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার ভোজের আগে সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী ও অমিত শাহ।

এনডিটিভি জানায়, অশোক হোটেলের ওই নৈশভোজকে  বিজেপির কৌশল নির্ণায়ক অধিবেশন হিসেবেই ধরা হচ্ছে।

যদিও বুথ ফেরত সমীক্ষা বলছে, নির্বাচনে বিজেপি অনায়াস জয় পেতে চলেছে।

মোট ১৪টি বুথ ফেরত সমীক্ষার মধ্যে ১২টিতে এনডিএ’র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে।

 বলা হচ্ছে, বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পাবে ৩০২টি আসন এবং কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পাবে ১২২টি আসন।

ভারতে লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোট হয়। সরকার গঠনের জন্য ২৭১টি আসন প্রয়োজন।

গত নির্বাচনে বিজেপি একাই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন লাভ করেছিল। গত তিন দশকের মধ্যে কোনো রাজনৈতিক দলের জন্য যা প্রথম ছিল।

এবার সরকার গঠন করতে বিজেপির শরিকের প্রয়োজন পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

বিশেষ করে যখন অমিত শাহ নির্বাচনের আগে বিজেপির সঙ্গে সুসম্পর্ক না থাকা দুই দল শিবসেনা ও নীতিশ কুমারের সঙ্গে আবারও সুসম্পর্ক গড়ে উঠার কথা জানান।