এস-৪০০ কিনে রাশিয়ার সঙ্গে মিলে এস-৫০০ তৈরি করব: এরদোয়ান

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ডিফেন্স সিস্টেম ক্রয়ের বিষয়টিকে ‘সম্পন্ন হয়ে যাওয়া’ চুক্তি বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 10:12 AM
Updated : 19 May 2019, 10:12 AM

শনিবার ইস্তাম্বুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে একথা বলেছেন তিনি, অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আঙ্কারা মস্কোর সঙ্গে যৌথভাবে এস-৫০০ ডিফেন্স সিস্টেম উৎপাদন করবে।

তুরস্কের এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনাকে ‘গভীরভাবে সমস্যাপূর্ণ’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এই পরিকল্পনা জয়েন্ট স্ট্রাইক ফাইটার এফ-৩৫ কর্মসূচীতে আঙ্কারার অংশীদারিত্বকে ঝুঁকিতে ফেলবে বলে জানিয়েছেন তারা। 

কিন্তু ওই অনুষ্ঠানে এরদোয়ান জানিয়েছে, তুরস্ক প্রাযুক্তিক নিরীক্ষা চালিয়ে দেখেছে এ ধরনের সমস্যার কোনো অস্তিত্ব নাই।

তিনি বলেছেন, “তারা (যুক্তরাষ্ট্র) এখন মাঝ মাঠে বল দেওয়া-নেওয়া করছে, কিছুটা অনিচ্ছার ভাব দেখাচ্ছে। কিন্তু শিগগিরই অথবা পরে আমরা এফ-৩৫ গ্রহণ করবো। সেগুলো সরবরাহ না করা কোনো বিকল্প হতে পারে না।”