গান্ধীর হত্যাকারী ‘দেশপ্রেমিক’: বিজেপি প্রার্থীর মন্তব্যে বিতর্ক

ভারতে লোকসভা নির্বাচনের মধ্যে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী সাধ্বী প্রজ্ঞা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 04:24 PM
Updated : 16 May 2019, 04:24 PM

গডসেকে নিয়ে দক্ষিণের অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রজ্ঞা বলেছেন, ‘‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন।’’

সম্প্রতি নাথুরাম গডসেকে নিয়ে কমল হাসান বলেছিলেন, ‘‘ভারতের প্রথম উগ্রপন্থি এক জন হিন্দুই ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে।’’ সে বিষয়টি নিয়ে ভারতের মাটিতে ‘হিন্দু সন্ত্রাস’ নিয়ে প্রজ্ঞাকে প্রশ্ন করা হলে তিনি ওই বিতর্কিত মন্তব্য করে বসেন।

প্রজ্ঞা আরো বলেন, ‘‘যাঁরা নাথুরাম গডসেকে সন্ত্রাসী বলেন, তাদের নিজেদের নিয়ে ভাবা উচিত। নির্বাচনের ফল বেরোলেই তারা জবাব পেয়ে যাবেন।’’

বিজেপি নেত্রী প্রজ্ঞার এ মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। জাতির জনকের প্রসঙ্গে এমন মন্তব্য করায় দেশের প্রায় সব রাজনৈতিক দলই তার কড়া সমালোচনা করেছে।

বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তড়িঘড়ি দেওয়া বিবৃতিতে তারা বলেছে, ‘‘আমরা তার মন্তব্যের সমালোচনা করছি। বিজেপি এ মন্তব্যের সঙ্গে একমত নয়। দল প্রজ্ঞার কাছে এর ব্যাখ্যা চাইবে। তার জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত।’’

তবে এটাই প্রথম নয়, এর আগেও বেফাঁস মন্তব্য করে ‍পুরো নির্বাচন পর্বেই দলকে বিপাকে ফেলেছেন প্রজ্ঞা।