পরিবেশ বাঁচাতে আরো ২ বছর বন্ধ মায়া সৈকত

অতিরিক্ত পর্যটকের চাপে নষ্ট হতে থাকা প্রাকৃতিক পরিবেশ বাঁচাতে থাইল্যান্ডের বিখ্যাত মায়া সৈকত ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2019, 07:42 AM
Updated : 10 May 2019, 07:43 AM

হলিউড তারকা লিওনার্দো ডিকেপ্রিও অভিনীত সিনেমা ‘দ্য বিচ’ এর বেশিরভাগ শ্যুটিং থাইল্যান্ডের ফি ফি লেহ দ্বীপের এই মায়া সৈকতে হয়েছে।

২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। সেইসঙ্গে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠে মায়া সৈকত।

গত বছরও গড়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার পর্যটক মায়া সৈকত ভ্রমণে যেতেন। এত মানুষের চাপে সৈকতের বেশিরভাগ প্রবাল মরে যায়।

এ অবস্থায় গত বছরই সাময়িকভাবে মায়া সৈকতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়।

সৈকতের জীববৈচিত্র ও পরিবেশ সুরক্ষায় ওই নিষেধাজ্ঞা আরো দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে থাই কর্তৃপক্ষ।

গত বছর সৈকত বন্ধ করে দেওয়ার পর সেখানে সমুদ্রে আবারও হাঙরদের সাঁতার কাটতে দেখা যাচ্ছে বলে জানায় বিবিসি।

থাই ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কের উপদেষ্টা অধ্যাপক থন থামরংনাওয়াসাওয়াত জানুয়ারিতে বিবিসিকে বলেছিলেন, “নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সৈকতে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে এবং সৈকত এলাকায় নৌকা চলতে দেওয়া হবে না।”