ছেলের বাবা হলেন প্রিন্স হ্যারি

ব্রিটিশ রাজপরিবারে আরো এক উত্তরাধিকারীর আগমন ঘটেছে। প্রিন্স হ্যারি ও মেগান মার্কল দম্পতির কোল আলো করে এসেছে এক পুত্র।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 03:02 PM
Updated : 6 May 2019, 03:57 PM

সোমবার ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি নিজেই এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বাবা হওয়ার অনুভূতি ‘দারুণ রোমাঞ্চকর’ জানিয়ে স্ত্রী মার্কলের গর্ভকালীন সময়ে পাশে থাকার জন্য জনগণকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

মা ও শিশু উভয়ই সুস্থ আছেন জানিয়ে হ্যারি আরো বলেন, “বিএসটি ০৫:২৬ মিনিটে তার জন্ম হয়েছে, আমরা এখনো তার নাম খুঁজছি।”

এদিকে, বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে অন্য একটি বিবৃতিতে শিশুর ওজন তিন কেজি ২০০ গ্রাম জানানো হয়ছে।

বিবৃতিতে বলা হয়, “রানি এলিজাবেথসহ পরিবারের সবাইকে খুশির খবর জানানো হয়েছে। প্রথম নাতির আগমনের খুশিতে ডচেস অব সাসেক্সের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড আগেই যুক্তরাজ্য পৌঁছেছেন।”

হ্যারি-মেগান দম্পতির ছেলে ব্রিটিশ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী এবং রানি এলিজাবেথের অষ্টম পুতি।

বাবা হাওয়ার পর কেমন লাগছে এমন প্রশ্নের জাবাবে হ্যারি হেসে বলেন, “আমি অনেকবার বাবা হইনি। নিশ্চিতভাবেই এই প্রথম আমি বাবা হলাম। এটা দারুণ, খুবই রোমাঞ্চকর এবং আমি বলতে পারি, আমি আমার স্ত্রীর জন্য ভীষণ গর্বিত।”

মা মেগান যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার শিশুটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাবে।