অভ্যাগতের মুখে খাবার ছুড়ে মারলেন রেস্তোরাঁ মালিক

অস্ট্রিয়ার এক রেস্তোরাঁয় দুই অভ্যাগত ভুল খাবার পরিবেশনের অভিযোগ করায় রেস্তোঁরা মালিক শেষ পর্যন্ত তাদের সঙ্গে সহিংস আচরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 05:07 PM
Updated : 2 May 2019, 05:08 PM

পর্যটকরা সাধারণত শান্ত, সুন্দর পরিবেশের জন্য বাড স্কলারবাখের ওই জনপ্রিয় রেস্তারাঁয় যায়।

কিন্তু বুধবার রাতে দুইজন রেস্তোঁরায় সন্ধ্যার খাবার খেতে যাওয়ার পর দেহে কালশিরা নিয়ে বেরিয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, ৫৬ বছর বয়সী রেস্তোরাঁ মালিক দুইজনের অভিযোগের জবাবে তাদের মুখে খাবার ছুড়ে মারেন।

দুইজনের একজন বলেছেন, “আমার কখনো এমন অভিজ্ঞতা হয়নি। রেস্তোরাঁ মালিককে মাতাল মনে হচ্ছিল।”

মালিক তাদের সঙ্গে নানারকম অসদাচরণ করেছে বলে জানিয়েছেন দুইজনই। তাদের একজন পুলিশ ডাকতে গেলে রেস্তোরাঁ মালিক তাদেরকে হাত দিয়ে বাড়িও মারেন।

এমন ঘটনার পর দুইজন দৌড়ে রাস্তায় বেরিয়ে যান এবং এ পরিস্থিতিতে আরেকটি পরিবারও রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যায়।