কমোরোস মাড়িয়ে মোজাম্বিকে সাইক্লোন কেনেথ

পূর্ব আফ্রিকার দ্বীপদেশ কমোরোসের পর সাইক্লোন কেনেথ মোজাম্বিকে আছড়ে পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2019, 08:17 AM
Updated : 26 April 2019, 08:17 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এটি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে দেশটির উত্তর উপকূলে আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।

কেনেথ এরই মধ্যে কমোরোসের অন্তত তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় মোজাম্বিক উত্তর উপকূল সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিয়েছে।

সাইক্লোন আইডাইয়ের আঘাত সামলে ওঠার আগেই নতুন এ সাইক্লোন দেশটির অর্থনীতিকে আরও বিপর্যস্ত করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

গত মাসে আঘাত হানা আইডাইয়ে মোজাম্বিক, মালাউয়ি ও জিম্বাবুয়েতে ৯০০-রও বেশি মানুষ নিহত হয়; মানবিক সাহায্য জরুরি হয়ে ওঠে ওই অঞ্চলের ৩০ লাখ বাসিন্দার।

চার মাত্রার ঘূর্ণিঝড়ের শক্তিসম বাতাস নিয়ে আছড়ে পড়া কেনেথ মোজাম্বিকের উত্তর উপকূল থেকে যতই ভেতরের দিকে অগ্রসর হবে ততই দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

“পরিবারগুলোকে বাধ্যতামূলকভাবে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে; যতক্ষণ পর্যন্ত আমরা সব মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিতে না পারছি, ততক্ষণ এটা চলবে,” বলেছেন মোজাম্বিকের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (আইএনজিসি) মুখপাত্র পাওলো টমাস।

সাইক্লোন কেনেথে মোজাম্বিকের প্রায় ৭ লাখ মানুষ ঝুঁকিতে আছে বলে বুধবার জানিয়েছিলেন মোজাম্বিকের কর্মকর্তারা। বিমান চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সাইক্লোনের কারণে পূর্ব আফ্রিকার এ দেশটিতে কয়েকদিন টানা বর্ষণ হতে পারে বলেও আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।