হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী চার নেতার জেল

হংকংয়ে ২০১৪ সালের গণতন্ত্রপন্থি বিক্ষোভে ভূমিকা রাখায় চার নেতাকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

>>রয়টার্স
Published : 24 April 2019, 02:28 PM
Updated : 24 April 2019, 02:28 PM

বুধবার এ  সাজা ঘোষণা করেছে আদালত। অন্য আরো চারজনের স্থগিত দণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর একজনের সাজা ঘোষণা জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

এই নয়জনই আম্ব্রেলা মুভমেন্টে জড়িত থাকায় এ মাসের শুরুর দিকে দোষী সাব্যস্ত হয়েছে।

২০১৪ সালের ওই বিক্ষোভে হংকং অচল হয়ে পড়েছিল। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা হংকংয়ের নেতা নির্বাচনে নিজেদের অধিকার থাকার দাবিতে সোচ্চার হয়েছিলেন।

বুধবার সকালে ওয়েস্ট কওলুন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক ওই বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাদেরকে সাজার রায় শোনান। ওই বিক্ষোভের ফলে যে ভোগান্তি হয়েছে তার ভিত্তিতেই নেতাদেরকে এ সাজা দেওয়া হয়।

নেতাদের মধ্যে এক স্যোশলজির প্রফেসর এবং আইনের প্রফেসর যিনি অকুপাই সেন্ট্রাল গ্রুপ প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন, তাদের দুইজনকেই ১৬ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত ব্যাপটিস্ট মন্ত্রী চু ইয়ু-মিং কেও ১৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।  এ তিনজনকেই ওই আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে দেখা হয়।

এ মাসের শুরুর দিকে দোষী সাব্যস্ত বাকি ৬ জনকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।