শ্রীলঙ্কায় গির্জা-হোটেলে হামলা আত্মঘাতী ছিল

সাত আত্মঘাতী হামলাকারী শ্রীলঙ্কার তিনটি হোটেল ও তিনটি গির্জায় হামলা চালায় বলে জানান তদন্ত কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 22 April 2019, 10:08 AM
Updated : 22 April 2019, 10:58 AM

তাদের মধ্যে দুইজন কলম্বোর অভিজাত শাংরি লা হোটেলে হামলা চালান। বাকিরা তিনটি গির্জা ও দুইটি হোটেলে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান ফরেনসিক ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আরিয়ানন্দ উইলিয়াংয়া।

শাংরি লা হোটেল ও কিংসবুরি হোটেল এবং সেইন্ট অ্যান্থনির চার্চ ও সেইন্ট সেবাস্টিয়ান ক্যাথলিক চার্চে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একযোগে আত্মঘাতী হামলা চালানো হয়।

৫ মিনিট পর সিনামন গ্র্যান্ড হোটেলের রেস্তোরাঁয় এবং ২০ মিনিট পর বাত্তিকালোয়ার জিয়ন রোমান ক্যাথলিক চার্চে একই ভাবে আত্মাঘাতী বোমা হামলা হয়।

তবে দুপুরের দিকে চতুর্থ হোটেল ও একটি বাড়িতে বোমা হামলা আত্মঘাতী ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উইলিয়াংয়া বলেন, “এখনো তদন্ত চলছে।”

২০ মিনিটে ছয় জায়গায় হামলার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ওই দুই হামলা হয়।

আরো হামলা হতে পারে আশঙ্কায় তারপর দেশ জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার।

সোমবার সকালে কারফিউ তুলে নেওয়া হয়। যদিও পরে আবার রাজধানী কলম্বোতে সোমবার রাত ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়।

এখন পর্যন্ত রোববারের বোমা হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি। দেশজুড়ে পুলিশি অভিযান চলছে।

হামলার দিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সিঙ্গাপুরে ছিলেন। তিনি দেশে ফিরেছেন এবং সোমবার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বলে জানান এক কর্মকর্তা।

রোববারের হামলা বিশেষ করে গির্জায় ইস্টার সানডের পরবে প্রার্থনারত মানুষের উপর হামলা শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে পারে আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

রোববার রাতে একটি মসজিদ পেট্রোল বোমা হামলা এবং পশ্চিমাঞ্চলে মুলমান মালিক এমন দুইটি দোকানে আগুন দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক।

হামলার পর শ্রীলঙ্কা জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জরি করা হয়। সোমবার সকালে ওই কারফিউ তুলে নেওয়া হলেও কলম্বোর সড়কগুলো প্রায় ফাঁকা।

ভারী অস্ত্রহাতে সেনা সদস্যরা দেশটির অভিজাত হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পাহারা দিচ্ছে।

কারফিউ তুলে নেওয়ার পর অনেক পর্যটক শ্রীলঙ্কা ছাড়তে বিমানবন্দরে ভীড় করেছে।