গির্জা-ভারতীয় হাইকমিশনে হামলার আগাম সতর্কতা দিয়েছিল শ্রীলঙ্কা পুলিশ

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার মাত্র ১০ দিন আগে দেশটির পুলিশ প্রধান হামলা হতে পারে আশঙ্কায় দেশকে সতর্ক করেছিলেন। রাজধানী কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও আগাম সতর্কবার্তা পাঠানো হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2019, 01:48 PM
Updated : 21 April 2019, 05:52 PM

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর গত ১১ এপ্রিল দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে গোয়েন্দা সতর্কবার্তা পাঠিয়েছিলেন।

ওই সতর্কবর্তায় বলা হয়, “একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা জানতে পেরেছি, ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নামের একটি সংগঠন শ্রীলঙ্কার বিখ্যাত গির্জাগুলোতে আত্মাঘাতী হামলার ষড়যন্ত্র করছে। কলোম্বোর ভারতীয় হাইকমিশনেও হামলা হতে পারে।”

গত বছর একটি বৌদ্ধমূর্তি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার উগ্রপন্থি মুসলিমদের সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াতের নাম খবরে এসেছিল।

ইস্টার সানডে পর্বের দিন শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি অভিজাত হোটেলে একযোগে বোমা হামলা অন্তত ২০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক মানুষ।