মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩

মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজের একটি বারে বন্দুকধারীদের হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2019, 08:12 AM
Updated : 20 April 2019, 08:21 AM

শুক্রবার স্থানীয় সময় রাতে মিনাতিতলান শহরের দক্ষিণপূর্বের একটি বারে এ হামলা হয়।

অজ্ঞাত বন্দুকধারীরা প্রথমে বারটিতে ঢুকে এক ব্যক্তির খোঁজ করেছিলেন। কিছুক্ষণ পরই তারা নির্বিচারে গুলি চালানো শুরু করেন বলে ভেরাক্রুজ রাজ্যের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলায় ৫ নারী ও এক শিশুসহ মোট ১৩জন নিহত এবং চারজন আহত হয়েছে। বন্দুকধারীরা যখন গুলি চালান, তখন বারটিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বামপন্থি প্রেসিডেন্ট লোপেজ ম্যানুয়েল ওব্রাদর ক্ষমতায় আসার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় হত্যাকাণ্ড, বলছে বিবিসি।

মেক্সিকোর রাষ্ট্রীয় তেল কোম্পানি যে ছয়টি তেল শোধনাগার পরিচালনা করে তার একটি এই মিনাতিতলানে অবস্থিত।

বন্দুকধারীরা যে বারে হামলা চালিয়েছে, শোধনাগারটি তার সামান্য দূরত্বে অবস্থিত ছিল।

মিনাতিতলানের বারে হামলার কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ভেরাক্রুজের মুখপাত্র।

বন্দুকধারীরা যে ব্যক্তির খোঁজ করছিলেন তিনি শহরের একটি বারের মালিক। ঘটনার সময় ওই ব্যক্তি বারে উপস্থিত ছিলেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে টুইটারে জানিয়েছেন ভেরাক্রুজের জননিরাপত্তা বিভাগের প্রধান হুগো গুতিরেজ।

তেলসমৃদ্ধ এ রাজ্যটি বছরের পর বছর ধরেই একের পর এক ভয়াবহ সহিংসতা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাক্ষী।

মাদক ব্যবসায়ীদের বিশাল বহরের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গত এক যুগের সংঘর্ষে মেক্সিকোতে দুই লাখেরও বেশি নাগরিকের মৃত্যুর পর সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন ওব্রাদর।

রোববার তার ভেরাক্রুজ সফরের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। হামলার ঘটনার পর ওই সূচি বদলাবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।