লিবিয়ার লড়াইয়ে মৃতের সংখ্যা ২শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে দু’সপ্তাহের লড়াইয়ে ২০৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ডব্লিউএইচও’।

>>রয়টার্স
Published : 18 April 2019, 04:27 PM
Updated : 18 April 2019, 04:27 PM

বৃহস্পতিবার সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ১৮ জন বেসামরিক নাগরিক। তাছাড়া, আহত হয়েছে আরো ৯১৩ জন।

জেনারেল হাফতারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) জাতিসংঘ-সমর্থিত সরকারের কাছ থেকে রাজধানী ত্রিপোলি ছিনিয়ে নিতে অগ্রসর হওয়ায় দুপক্ষের লড়াইয়ে অশান্ত হয়ে উঠেছে লিবিয়া পরিস্থিতি।

গত মঙ্গলবারও ত্রিপোলির একটি ঘনবসতিপূর্ণ এলাকায় গোলা পড়েছে। চলমান এ লড়াইয়ে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

ডব্লিউএইচও’র লিবিয়া একেউন্ট টুইটারে বলেছে,তারা ত্রিপোলিতে চিকিৎসা সরঞ্জাম এবং আরো স্টাফ পাঠাচ্ছে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলারও নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও।

লিবিয়ায় অশান্ত হয়ে ওঠা পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধের সামিল বলে এর আগে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে।

তিনি লিবিয়ায় লড়াইয়ে লিপ্ত সব পক্ষকেই রক্তক্ষয় এড়ানোর আহ্বান জানান। কিন্তু হাফতারের বাহিনী আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে।