কানাডায় গুলিতে নিহত ৪, সন্দেহভাজনের আত্মসমর্পণ

কানাডার পশ্চিম উপকূলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 08:27 AM
Updated : 16 April 2019, 08:58 AM

সোমবার প্রদেশটির পেনটিকটন শহরে এ ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক বিবৃতিতে বলেছে, “পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তিনটি স্থানে চার জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। 

“সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে পাওয়া বর্ণনার সঙ্গে মিলে যায় এমন একজন পেনটিকটন আরসিএমপির কাছে আত্মসমর্পণ করেছে। ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে, পাশপাশি তদন্তও চলছে। নিহতদের লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে।”

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রথম গুলির ঘটনার খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে যাওয়ার সময় দ্বিতীয় গুলিবর্ষণের খবর আসে।  

প্রথম গুলির ঘটনার খবর আসার প্রায় আধ ঘণ্টা পর উভয় গুলিবর্ষণের সন্দেহভাজন আত্মসমর্পণ করে বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে গুলিবর্ষণের কারণ জানা যায়নি।  

কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করা তাদের চলমান তদন্তের অংশ বলে জানিয়েছেন আরসিএমপির স্থানীয় কমান্ডার টেড ডি ইয়েগার।