নতর-দাম ক্যাথেড্রাল পুনর্নির্মাণ করা হবে: ম্যাক্রোঁ

প্যারিসের পুড়ে যাওয়া নতর-দাম ক্যাথিড্রাল পুনর্নির্মাণের প্রত্যয় জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 04:28 AM
Updated : 16 April 2019, 05:22 AM

ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থলের এই ‘আইকনিক’ স্থাপনায় সোমবার বিকালে আকস্মিকভাবে আগুন লাগে।

আগুন পুরো গির্জা ভবনে ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সাড়ে আটশ বছরের পুরনো গির্জাটির উঁচু মিনার ও ছাদ ধসে পড়ে। ধ্বংস হয়ে যায় কয়েক শতাব্দির পুরনো ঐহিত্য।

প্রায় আট ঘন্টা ধরে আগুন জ্বলার পর মঙ্গলবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর গির্জার মূল কাঠামো এবং দুটি বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি, রয়টার্স। 

মধ্যরাতের একটু আগে ঘটনাস্থলে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, “সবচেয়ে খারাপ পরিণতি এড়ানো গেছে।”

নতর-দাম ক্যাথিড্রালে আগুন লাগার খবর পেয়ে তিনি পূর্বনির্ধারিত কর্মসূচী বাতিল করে ঘটনাস্থলে উপস্থিত হন।

এই গির্জাটি পুনর্নির্মাণের জন্য ফ্রান্স শিগগিরই উদ্যোগ নিবে বলে জানান তিনি। এই উদ্যোগের মধ্যে তহবিল সংগ্রহ ও এই পুনর্নির্মাণ কাজে অংশ নেওয়ার জন্য বিশ্বব্যাপী ‘মেধাবীদের’ প্রতি আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

“সবাইকে সঙ্গে নিয়ে এটি পুনর্নির্মাণ করবো আমরা। এটি নিঃসন্দেহে ফ্রান্সের ভবিষ্যতের অংশ হবে এবং আগামী বছরগুলোতে আমাদের প্রধান প্রকল্প হতে যাচ্ছে,” বলেন ম্যাক্রোঁ। 

“নতর-দাম পুনর্নির্মাণ করবো কারণ ফরাসিরা এটিই প্রত্যাশা করে,” বলেন তিনি।

এটি ধার্মিক-অধার্মিক ‘সব ফরাসির’ ক্যাথেড্রাল এবং এটি তাদের জীবনের ‘অন্যতম কেন্দ্র’ বলে মন্তব করেন তিনি।  

আগুন নিয়ন্ত্রণে আনার সময় পর্যন্ত গির্জাটির মূল পাথরের কাঠামোটি পুরোপুরি ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছিল।