মারা গেল বিরল প্রজাতির কচ্ছপ

বিশ্বের বিরল প্রজাতির একটি নারী কচ্ছপ মারা গেছে। চীনে এ প্রজাতির আর মাত্র তিনটি কচ্ছপ বেঁচে আছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 03:18 PM
Updated : 15 April 2019, 03:43 PM

দক্ষিণ চীনের সুঝু চিড়িয়াখানায় শনিবার বিকালে ইয়াংঝি নদীর ‘রাফেতু সোইনহোয়েই’ নামের এ বিশালাকার কচ্ছপটির মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

মৃত্যুর ২৪ ঘণ্টা আগে কৃত্রিমভাবে সেটিকে প্রজননের চেষ্টা করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আগে ৯০ বছর বয়সের এ কচ্ছপটির আরো চারবার কৃত্রিম প্রজননের চেষ্টা করা হয়।

এরপর সেটি সুস্থ ছিল বলে দাবি চিড়িয়াখানা করতৃপক্ষের। কিন্তু ২৪ ঘণ্টা পর কচ্ছপটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে।

সেটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এই প্রজাতির আরেকটি পুরুষ কচ্ছপ ‘দ্য চাইনিজ’ চিড়িয়াখানায় রয়েছে, যেটির বয়স ১০০ বছরের বেশি। বাকি দুইটি ভিয়েতনামে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে আছে। প্রাকৃতিক পরিবেশে থাকায় সে দুটির লিঙ্গ পরিচয় জানা যায়নি।