‘অসুস্থ’ নওয়াজ শরীফের জামিন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছয় সপ্তাহের জন্য জামিনে মুক্তি পাচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে তিনি এ জামিন পেয়েছেন। তবে এসময়ে তিনি দেশত্যাগ করতে পারবেন না।

>>রয়টার্স
Published : 26 March 2019, 12:54 PM
Updated : 26 March 2019, 02:34 PM

পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার নওয়াজের জামিন আবেদন মঞ্জুর করে।

তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছেন। ‘মেডিকেল গ্রাউন্ডে’ গত মাসেও তার জামিন আবেদন করা হয়েছিল, যা নামঞ্জুর হয়।

মঙ্গলবার পাকিস্তানের প্রধান বিচাপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ নওয়াজের জামিন আবেদন মঞ্জুর করেন।

সৌদি আরবে একটি ইস্পাত কারখানায় নওয়াজের যে বিনিয়োগ, তার কোনো উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় গত ডিসেম্বরে তার সাত বছরের কারাদণ্ড হয়েছে।

এর আগে গত বছর জুলাইয়ে লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষীসাব্যস্ত করে পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি আদালত নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে যথাক্রমে ১০ ও সাত বছরের করাদণ্ড দিয়েছিল।

নওয়াজের আইনজীবীরা অ্যাকাউন্টেবিলিটি আদালতের রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাই কোর্টে আপিল করেন।

গত সেপ্টেম্বরে ইসলামাবাদ হাই কোর্টে ওই দণ্ড স্থগিত হলে বাবা-মেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

নিজের ও পরিবারের বিরুদ্ধে উঠা সব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে শুরু থেকেই দাবি করে আসছেন নওয়াজ।

নওয়াজের বিরুদ্ধে দুই মামলাই বর্তমানে আপিল আদালতে বিচারাধীন।