ফেইসবুক, ইউটিউবের বিরুদ্ধে মামলা করছে ফ্রান্সের মুসলিম গ্রুপ

ফ্রান্সে মুসলিমদের প্রতিনিধিত্বকারী প্রধান একটি গোষ্ঠী ফেইসবুক, ইউটিউবের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ নিয়েছে।

>>রয়টার্স
Published : 25 March 2019, 04:03 PM
Updated : 25 March 2019, 04:03 PM

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটো মসজিদে হামলার ভিডিও ফুটেজ চলতে দিয়ে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে এ মামলা করছে ‘দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অব মুসলিম ফেইথ’ (সিএফসিএম)।

ফেইসবুক, ইউটিউবের ভিডিও ফুটেজ সন্ত্রাসকে উৎসাহিত করেছে এবং মানবজাতির মর্যাদা ক্ষুন্ন করেছে বলে অভিযোগ তাদের। তবে ফেইসবুক কিংবা ইউটিউব এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত ১৫ মার্চে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটো মসজিদে এক শ্বেত শ্রেষ্ঠত্ববাদী অস্ট্রেলীয় তার বন্দুক হামলায় ৫০ জনকে হত্যার দৃশ্যের লাইভ সম্প্রচার করেছিল ফেইসবুকে। ১৭ মিনিটের সে ফুটেজ দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফেইসবুক বলেছে তারা এ ফুটেজের হাজার হাজার কপি সরানোর আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু হামলার কয়েকঘন্টা পরও ফুটেজটি ফেইসবু, টুইটার এবং ইউটিউবে পাওয়া গেছে। ফুটেজটি দেখা গেছে ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও।

মুসলিম গোষ্ঠী ‘সিএফসিএম’ এর ইসলামবিদ্বেষ তদারককারী ইউনিটের প্রেসিডেন্ট আবদুল্লাহ জাকরি বলেছেন, ফ্রান্সে তাদের সংগঠন এরই মধ্যে ইউটিউব এবং ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে শুরু করেছে।

ফুটেজটি নিয়ে ফেইসবুক এবং ইউটিউব দুটো কোম্পানিই ব্যাপক সমালোচনার শিকার হয়েছে।