ভারতের জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গয়ালের পদত্যাগ

ভারতের ঋণ-জর্জরিত বিমান সংস্থা জেট এয়ারওয়েজের পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা নরেশ গয়াল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 01:32 PM
Updated : 25 March 2019, 01:32 PM

এতে ভারতের এ বিমান সংস্থায় বিনিয়োগের পথ প্রশস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি সংবাদদাতারা বলছেন, জেট এয়ারওয়েজ সংকটের মূলেই ছিলেন গয়াল। তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর কারণে বিনিয়োগকারীরা এ এয়ারলাইন্সে অর্থ লগ্নি করছিল না।

জেট এয়ারওয়েজের ঋণ ১শ’কোটি ডলার ছাড়িয়ে গেছে। ঋণ মেটাতে ব্যর্থ, পাইলট ও কর্মীদের বেতন বকেয়ার মতো একাধিক সমস্যার জেরে অনেক ফ্লাইটও বন্ধ করে দিতে হয়েছে সংস্থাটিকে।

সম্প্রতি কয়েক সপ্তাহে সংস্থাটির দুই-তৃতীয়াংশেরও বেশি ফ্লাইট বন্ধ হয়েছে। তাছাড়া, বকেয়া বেতন না পেলে ১ এপ্রিল থেকে কাজে যোগ না দেওয়ারও হুমকি দিয়েছে পাইলটরা।

নরেশ গয়াল কোম্পানির নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ থাকায় আবু-ধাবির ইত্তিহাদ এয়ারওয়েজের সঙ্গে জেট এয়ারওয়েজে আরো বেশি বিনিয়োগের একটি চুক্তি ভেস্তে যায়।

এরপর জেট এয়ারওয়েজকে বাঁচাতে টাটা গ্রুপ এ কোম্পানি কিনে নেওয়ার আগ্রহ দেখালেও গয়াল সরে না দাঁড়ানোয় সেটিও ভেস্তে যায়।

ভারতে নির্বাচনের আগে সরকার রাষ্ট্রপরিচালিত ব্যাংকগুলোকে এয়ারওয়েজটিকে বাঁচানোর আহ্বান জানিয়েছিল বলেও খবর পাওয়া গেছে।