মেক্সিকো সীমান্তে আটক শতাধিক মধ্য আমেরিকান শরণার্থী

মেক্সিকো সীমান্তে রেনোসা শহরে মেক্সিকান পুলিশ ও কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তারা ১০৭ জন মধ্য আমেরিকান শরণার্থীকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টার সময় গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 05:19 PM
Updated : 24 March 2019, 05:19 PM

উত্তরপূর্ব তামাউলিপাস রাজ্য সরকার একথা জানিয়েছে। রাজ্য পুলিশ খবর পেয়ে শরণার্থীদের একটি দলকে আটক করে তাদেরকে ট্রাকে করে শহরের পশ্চিমাংশে নিয়ে যায়।

ওই স্থানে পুলিশের দিকে বন্দুকধারীর গুলি ছুড়ার ঘটনা ঘটে। পাল্টা গুলিতে নিহত হয় এক হামলাকারী। তামাউলিপাস রাজ্য সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এতে বলা হয়, পুলিশ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ জব্দ করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। কোনো বন্দুকধারী গ্রেপ্তার হয়েছে কিনা বা তারা কারা সে সম্পর্কে কিছু জানায়নি।

ওদিকে, মেক্সিকো পুলিশ মধ্য আমেরিকান নারী ও পুরুষদের একটি দলকে রেনোসা মহাসড়কের এক প্রান্তে দেখতে পেয়ে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের ডেকে পাঠায়। ওই কর্মকর্তারা এখন আটককৃতদের লিগাল স্ট্যাটাস খতিয়ে দেখছেন বলে জানিয়েছে সরকার।

ন্যাশনাল মাইগ্রেশন ইন্সটিটিউট এর হিসাবমতে, সব মিলিয়ে গুয়েতমালার ৫১ জন, হন্ডুরাসের ৪৭ জন এবং ৯ জন সালভাদরিয়ানকে আটক করা হয়েছে।