ঘূর্ণিঝড় ইদাই: মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

আফ্রিকার তিন দেশ মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাউইতে এক সপ্তাহ আগে আঘাত হানা ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে নিহতের সংখ্যা বাড়ছেই।

>>রয়টার্স
Published : 24 March 2019, 01:04 PM
Updated : 24 March 2019, 01:31 PM

এর মধ্যে মোজাম্বিকে শনিবার নাগাদ ৪১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জিম্বাবুয়েতে ২৫৯ এবং মালাউইতে ৫৬ জন প্রাণ হারিয়েছে।

গত সপ্তাহে ঘন্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড় ইদাই মোজাম্বিকের বন্দর নগরী বেইরায় আঘাত হানে। তারপর স্থলভাগের ওপর দিয়ে জিম্বাবুয়ে ও মালাউয়ির দিকে এগিয়ে যায়। গমন পথে এটি গাছপালা ও ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। ভারি বৃষ্টিপাত ও বাতাসের তোড়ে পাকা ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপন্ন হয়ে পড়ে লাখ লাখ মানুষের জীবন।

বেইরায় একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মিমি ম্যানুয়েল নামে ২৬ বছরের এক মা বলেন, “আমাদের সব খাবার ভিজে গেছে। জানি না বাচ্চাদের নিয়ে কোথায় যাব। আমাদের কাছে কিছু নেই।”

ঘূর্ণিঝড়ের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে মোজাম্বিকে নদীর পানি উপচে বন্যা দেখা দিয়েছে।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিট্যারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) ‘আরও বন্যার ঝুঁকির’ বিষয়ে সতর্ক করেছে।

ওসিএইচএর সমন্বয়ক সেবস্টিয়ান রোডস স্টাম্পা বলেন,  মোজাম্বিকে মোট কতোজন নিহত হয়েছেন তা জানতে বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

“এই মূহুর্তে আবহাওয়াই প্রধান চ্যালেঞ্জ।”